প্রতিবেদন : স্বাধীনতা দিবসে শৌর্য পদক পাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাজ্যের সবমিলিয়ে ৫ জন পুলিশ আধিকারিক এই সম্মান পাচ্ছেন। রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর সৌম্য বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাহিনীর সদস্য হিসেবে কৃতিত্বের সঙ্গে কাজ করায় রাজ্যের ২০ জন পুলিশ আধিকারিক পুরস্কার পাচ্ছেন। কেন্দ্রের এই স্বীকৃতি প্রমাণ করছে বাংলার পুলিশ কতটা দক্ষ এবং কর্তব্যপরায়ণ।
আরও পড়ুন-উত্তর জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হল কন্যাশ্রী দিবস
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিবছর স্বাধীনতা দিবসের দিনে এই পুরস্কার তুলে দেওয়া হয় পুলিশ, দমকল সহ বিভিন্ন বাহিনীর কর্মী, আধিকারিকদের। স্বাধীনতা দিবসের আগের দিন রাজ্যভিত্তিক পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুয়ায়ী, গ্যালান্ট্রি পুরস্কার পাচ্ছেন রাজ্য পুলিশের এডিজি তথা কলকাতার নগরপাল বিনীত গোয়েল, আইজি রাজেশ কুমার যাদব, সাব ইন্সপেক্টর বৈদুর্য ঘোষ, এএসআই অভিজিৎ ঘোষ এবং পুলিশ আধিকারিক অমিত চট্টোপাধ্যায়। অসাধারণ তৎপরতা এবং কাজে বিশেষ কৃতিত্বের জন্য রাজ্যের ২০ জন পুলিশ আধিকারিক বিশেষ পদক পাচ্ছেন।
আরও পড়ুন-নিশ্চিহ্ন বিরোধীরা, বোর্ড গড়ল তৃণমূল
এই তালিকায় রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অশেষ বিশ্বাস, কলকাতা পুলিশের ইন্সপেক্টর নীলকণ্ঠ রায়, কলকাতা পুলিশের এসিপি সুপ্রিয় ভট্টাচার্য, কলকাতা পুলিশের ইন্সপেক্টর অমিতকুমার চট্টোপাধ্যায়, কলকাতা পুলিশের এসিপি দেবাশিস চক্রবর্তী, এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার বালি থানার ওসি সঞ্জয় কুণ্ডু, আলিপুরের দুই ইন্সপেক্টর অর্জুন সোম, লবস্যাং তেনজি গ্যারং ভুটিয়া, কলকাতা পুলিশের এএসআই দীপঙ্কর রায়, শিলিগুড়ির কনস্টেবল বিনয়কুমার এক্কা, পুরুলিয়া থানার ওসি জয়ন্তকুমার চক্রবর্তী, উত্তর ২৪ পরগনার এএসআই প্রসেনজিৎ মণ্ডল, কলকাতা পুলিশের ইন্সপেক্টর অসীম কুমার বিশ্বাস, ব্যারাকপুরে কর্মরত রাজ্য সশস্ত্র বাহিনীর কনস্টেবল আকবর আলি সাবারি, লালবাজারে কর্মরত পুলিশ ইন্সপেক্টর জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সালুয়ায় কর্মরত ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের হাবিলদার সুভাষ ছেত্রী, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ত্রিপুরারী সিংহ, কলকাতায় সদর দফতপ্তরে কর্মরত কনস্টেবল মিলন রায়।
আরও পড়ুন-উপাচার্যের অনশনে বসা নিয়েও শুরু সমালোচনা
রাজ্যের এত বেশি সংখ্যক পুলিশ আধিকারিকের বিশেষ কৃতিত্বের এই কেন্দ্রীয় স্বীকৃতিই প্রমাণ করে দিচ্ছে বাংলার পুলিশ বাহিনী কতটা দক্ষ এবং কর্তব্যপরায়ণ। এ ব্যাপারে বিরোধীদের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দেওয়ার পক্ষে এই স্বীকৃতিই যথেষ্ট।