প্রতিবেদন : আবেগ ছুঁয়ে গেল ওঁদের। ওঁরা সিএবি জীবনকৃতি সম্মান পেলেন। উদয়ভানু বন্দ্যোপাধ্যায় কার্তিক বসুকে খেতাব উৎসর্গ করলেন। সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, রঞ্জি জয়ের অপেক্ষায় আছেন। জিতলে সবার আগে অভিনন্দন জানাবেন। লোপামুদ্রা ভট্টাচার্য এই খেতাব মাকে উৎসর্গ করলেন। আবেগে গলা কেঁপে গেল অশোক মালহোত্রার। ‘‘হরিয়ানার হয়ে খেলে এখানে এসেছি। জানতাম না বাংলায় এত ভালবাসা অপেক্ষা করছে।” বললেন তিনি। জীবনকৃতি সম্মান পেলেন মিঠু মুখার্জিও। তিনিও মাকেই এই খেতাব উৎসর্গ করলেন। শনিবারের দুপুর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দু’বছর পর সিএবি অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি। মঞ্চের অনেকটা জুড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চালক চারু শর্মার ডাকে এলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়াও। বিশেষ পুরষ্কার পেলেন ঝুলন গোস্বামী ও দীপ্তি শর্মা (Jhulan Goswami- Deepti Sharma)। পরে মুখোমুখি অনুষ্ঠানে দীপ্তি (Jhulan Goswami- Deepti Sharma) বলে দিলেন, ইংল্যান্ডের চার্লি ডিনকে ম্যানকাডিং করাটা তাঁর একার নয়, দলেরও সিদ্ধান্ত। ‘‘বারবার বেরিয়ে যাচ্ছিল। আমরা ঠিক করেছিলাম এরকম একটা কিছু করব।” ঝুলনকে প্রশ্ন করা হল, আইপিএল খেলবেন কি না। জবাব এল এখনও ভাবেননি। জানালেন দু-তিন বছর ধরেই অবসরের ভাবনা ছিল। ৩৪-৩৫ বছর বয়স হয়ে গেলে শরীর বিদায়ের ইঙ্গিত দেয়। আর সৌরভ? বলে গেলেন, ‘‘ভারত ভালই খেলছে। বিরাট বিশ্বকাপে আরও রান করবে। মেয়েদের সমপরিমাণ ম্যাচ ফি করে দারুণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।” এদিন সিএবির বিভিন্ন টুর্নামেন্টে সফল দল ও ক্রিকেটারদেরও পুরস্কৃত করা হয়েছে।
আরও পড়ুন-ধোনির পরামর্শে বিশ্বকাপে বিশেষ ব্যাটে খেলছেন হার্দিক, রাহুলরা