বন্যা বিপর্যস্ত মানুষের জন্য বিশেষ দুয়ারে সরকার (Duare sarkar camp) শিবির রাজ্য সরকারের তরফে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বিশেষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সিকিমের সাম্প্রতিক তিস্তা-বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বিশেষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে। এই বৃষ্টি-বন্যা আমাদের পাহাড় এবং ডুয়ার্সের একালায় প্রভাব ফেলেছে। শিবিরগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাদের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত রেশন এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত কার্ডগুলি নতুন করে পেতে সহায়তা করবে। ডিএম (জেলা প্রশাসক) দুয়ারে শিবিরের তারিখ ঘোষণা করছেন।“
Announce hereby that special Duare Sarkar camps will be organized at Alipurduar, Jalpaiguri and Kalimpong districts for the families affected by the recent Teesta floods in Sikkim which impacted large tracts in our hills and Dooars areas too. The camps will be particularly…
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2023
সম্প্রতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে গৃহহারা হয়েছেন বহু মানুষ। প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি পরিচয়পত্র থেকে প্রকল্পের কাগজ ভেসে গিয়েছে বৃষ্টির জলে। তাই দুর্গতদের জন্যই নভেম্বরে ফের দুয়ারে সরকার (Duare sarkar camp) শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভোটার কার্ড থেকে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সবকিছু নিয়েই আবেদন করা যাবে ক্যাম্পে। জলপাইগুড়ির মাল, ক্রান্তি, সদর এবং ময়নাগুড়ি সাব-ডিভিশনে ১৫টি ক্যাম্প বসবে। ৭ ও ৮ নভেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার আবেদনপত্র গ্রহণ করা হবে। ১৭ এবং ১৮ নভেম্বর সরকারি সুবিধা প্রদান করা হবে।
আরও পড়ুন- প্রয়াত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর