প্রতিবেদন: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। আর সেই ভোটের কথা মাথায় রেখে ২০২৩-’২৪ অর্থ বর্ষে রাজ্য বাজেটে (West Bengal Budget 2023) সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গ্রামীণ উন্নয়নের দিকে। আগামী অর্থ বর্ষে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরকে। ২৬ হাজার ৬০৩ কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ পরিকাঠামো বাড়াতে রাস্তাশ্রী নামে নতুন প্রকল্প শুরু করার ঘোষণা করা হয়েছে। ওই প্রকল্পে ১১ হাজার ৫০০ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি পুরনো রাস্তাও সংস্কার করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্য সরকারের বাজেটে (West Bengal Budget 2023) গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিষেবা বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে। শুধু পঞ্চায়েত কিংবা গ্রামোন্নয়নে যে বরাদ্দ বাড়ানো হয়েছে তাই নয়, গ্রামীণ মানুষ চাষের জন্য যে সেচ দফতরের উপরে বেশি নির্ভরশীল সেই দফতরের জন্য বরাদ্দ করা হয়েছে ৩,৯৭৩.৭২ কোটি টাকা। ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন অ্যাক্ট অনুযায়ী কৃষিকাজে ব্যবহৃত জলের উপর যে কর দিতে হয়, সেই করেও পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। বন বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৭৬.২১ কোটি টাকা।