সংবাদদদাতা, শিলিগুড়ি : গ্রিন টাইবুনালের (tribunal) নির্দেশকে কার্যকর করতে এবার মহানন্দা (Mahananda) নদীর দূষণ রোধে উদ্যোগী হল শিলিগুড়ি পুরসভা। ইতিমধ্যেই শিলিগুড়ি পুরসভা জঞ্জাল অপসারণ বিভাগের উদ্যোগে মহানন্দা নদীর পাড়গুলিকে সাজিয়ে তোলা হয়েছে। অন্ধকার জরাজীর্ণ জায়গাগুলি সাজিয়ে বাতি লাগানো হয়েছে।
আরও পড়ুন-শিলিগুড়ির নিরাপত্তায় বুলেট
এছাড়াও মহানন্দা নদীর জল পরিষ্কার করা হয়েছে। নদীর জলে আবর্জনা সহ পুজো সামগ্রীর জিনিস যা পড়েছিল সবই নদী থেকে তুলে নিয়েছে। পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ মানিক দে বলেন, গ্রিন টাইবুনালের নির্দেশ ছিল মহানন্দা নদীর জল কোনওভাবে দূষিত করা যাবে না। তাই আমরা উদ্যোগ নিয়ে নদীর পাশে ভ্যাট বসিয়ে দিচ্ছি।