সংবাদদাতা, হাওড়া : বর্ষায় বালি পুর এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রাখতে জোরকদমে কাজ শুরু করল পুরসভা। বৃহস্পতিবার বালির বিভিন্ন এলাকার হাইড্রান্টগুলি সাফাই করা হল। সেইসঙ্গে রাস্তার ধারের সমস্ত ভ্যাট থেকে জঞ্জাল সাফাই করে পুরো এলাকা ঝাঁ-চকচকে করে তোলা শুরু হল। এলাকার প্রাক্তন কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে সমগ্র কাজের তদারকি করলেন।
আরও পড়ুন-তৃণমূলের কটাক্ষ, আনন্দরামজি বাপু এবার ব্যাগ গুছিয়ে রাখুন, নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ
সেরকমই এদিন ১২ নম্বর ওয়ার্ডে বেলুড়ের স্টুডিও গলি, রমানাথ ভট্টাচার্য স্ট্রিট-সহ একাধিক রাস্তা সাফাই অভিযানের সমস্ত কাজকর্ম তদারকি করলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক। এরই সঙ্গে বর্ষায় যাতে রাস্তায় জল না জমে সেই উদ্দেশ্যে এলাকার সমস্ত নিকাশি নালাগুলিও পরিষ্কার করলেন পুরসভার সাফাই কর্মীরা। উল্লেখ্য, এই ব্যাপারে দিন কয়েক আগে বালির প্রাক্তন কাউন্সিলররা পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেই ঠিক হয়েছিল বর্ষায় নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী জোরকদমে কাজ শুরু করে দিল বালি পুরসভা।