ডোমজুড়ে জোড়াফুলের প্রার্থী ফুলের কারবারি শৌভিক

প্রতিদিন ভোরবেলা হাওড়া জগন্নাথঘাট থেকে ফুল ও মালা নিয়ে এসে দোকান খোলেন। দুপুর অবধি চলে বিক্রিবাটা। বাড়ির একমাত্র উপার্জনকারী শৌভিক

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: প্রান্তিক মানুষদেরও এবার পঞ্চায়েতে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তেমনই একজন ডোমজুড় বিধানসভার বালি-জগাছা ব্লকের চকপাড়া-আনন্দনগর পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথের তৃণমূলের প্রার্থী শৌভিক চক্রবর্তী। বয়স ২৮। পেশায় ফুলবিক্রেতা। পাড়াতেই ছোট্ট ফুলের দোকান। প্রতিদিন ভোরবেলা হাওড়া জগন্নাথঘাট থেকে ফুল ও মালা নিয়ে এসে দোকান খোলেন। দুপুর অবধি চলে বিক্রিবাটা। বাড়ির একমাত্র উপার্জনকারী শৌভিক।

আরও পড়ুন-বর্ষায় জল জমা রুখতে বিশেষ ব্যবস্থা

বাবা শ্যামল চক্রবর্তী কয়েক বছর আগে প্রয়াত। মা রুবি অসুস্থ। উচ্চমাধ্যমিক পাশ করে ফুলের কারবার শুরু করেন শৌভিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত। ফুলের বেচাকেনার সঙ্গেই তৃণমূলের সমস্ত কর্মসূচি ও মিটিং-মিছিলে নিয়মিত অংশ নেন। এবারেই প্রথম ভোটে নামা। তৃণমূল নেতৃত্ব তাঁকে প্রার্থী মনোনীত করার পরই কর্মী-সমর্থকদের সঙ্গে চলেছে প্রচারাভিযান। তাই বলে অবহেলা করেননি ব্যবসাকে। বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তাতে জয়ের বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। প্রচারে আশাতীত সাড়া পেয়েছি। আমার মতো সামান্য একজন ফুলবিক্রেতাকে প্রার্থী করায় আমি দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। নেতারা আমাকে প্রচার থেকে শুরু করে সমস্ত বিষয়ে সাহায্য করেছেন। উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন।

Latest article