প্রতিবেদন : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই আজ বৃহস্পতিবার নেতাজি ইনডোরে দলের বিশেষ অধিবেশন থেকে দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বস্তরের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে এই বিশেষ অধিবেশনে। রাজ্যে ও জাতীয় স্তরে কোন পথে দল চলবে তার দিক নির্দেশিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন প্ল্যাটফর্মে রাজ্য ও জাতীয় স্তরের কোন ইস্যুগুলিকে তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সার্বিক লড়াইয়ে নামতে হবে তার পথ বাতলে দেবেন নেত্রী। আজকের এই বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক দিকটাও আরও একবার পরখ করে নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-অমিত মিত্রর সঞ্চালনায় মুগ্ধ অতিথিরা
দলের সমস্ত সাংসদ, বিধায়ক, সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, মুখপাত্রদেরও হাজির থাকতে বলা হয়েছে বৈঠকে। জেলা সভাপতি থেকে ব্লক সভাপতিদেরও ডাকা হয়েছে মেগা অধিবেশনে।
আরও পড়ুন-মেট্রোয় আত্মহত্যা, অফিস টাইমে ব্যাহত পরিষবা
উল্লেখ্য, ১০০ দিনের কাজের বকেয়া থেকে শুরু করে আবাস যোজনার টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য অনেক আগেই সরব হয়েছে তৃণমূল। পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তাতেও নেমেছে তৃণমূল। দিল্লি গিয়ে আন্দোলন করেছে দল। অবস্থান হয়েছে রাজভবনের বাইরেও। লোকসভা ভোটের আগে সেই আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে পারে তৃণমূল। আজকের বিশেষ অধিবেশন থেকে নতুন করে আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে নেত্রীর নির্দেশ মেনেই দলীয় কর্মসূচি পালনে রাজ্য জুড়ে মাঠে নেমে পড়বেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।