নির্বাচন এগিয়ে আনতেই বিশেষ অধিবেশন: নীতীশ

Must read

প্রতিবেদন : হারের ভয়ে লোকসভা নির্বাচন এগিয়ে আনতে পারে মোদি সরকার। এমন দাবি আগেই তুলেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই একই সুর শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) মুখে। সম্প্রতি সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে মোদি সরকার। বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা না করে হঠাৎ করে আগামী ১৮-২২ সেপ্টেম্বর সংসদের অধিবেশন ডাকা হয়েছে। পাঁচদিনের এই বিশেষ অধিবেশন ডাকা প্রসঙ্গে নীতীশ বলেন, লোকসভা নির্বাচন এগিয়ে আনার জন্য এই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। বিজেপি বুঝতে পারছে, হাওয়া অনুকূল নয়। বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক শেষে মুম্বই থেকে পাটনা ফেরার পরে শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি বলেন, ‘‘আপনাদের এই বিশেষ অধিবেশনের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে হবে। আমি কিছুদিন ধরেই বলে আসছি, লোকসভা ভোট এগিয়ে আনা হবে। সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশন এই উদ্দেশ্যেই।” একইসঙ্গে তিনি বলেন, ‘‘আসলে বিজেপি ভয় পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়ে উঠবে। তাই ওরা লোকসভা ভোট এগিয়ে আনতে পারে।” অবশ্য এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৃণমূলের ছাত্র সংগঠনের সভায় তিনি বলেছিলেন, ‘‘কিছুদিন পরেই লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে, এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়! জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কেউ বিশ্বাস করতে পারে না।” উল্লেখ্য, ২০১৯-এ লোকসভা ভোট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ১১ এপ্রিল থেকে ১৯ মে— সাত দফায় ভোটগ্রহণ হয়ে ২৩ মে ফল ঘোষণা হয়েছিল। সেই হিসেবে ২৪-এর লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসে হওয়ার কথা। তবে বিরোধীদের তরফে আশঙ্কা করা হচ্ছে, বিরোধী শিবির শক্তিশালী হয়ে ওঠার আগেই এই নির্বাচন সম্পন্ন করতে উঠেপড়ে লেগেছে মোদি সরকার।

আরও পড়ুন- মণিপুরের হিংসায় উদ্বেগ, নিজের গ্রামকে বাঁচাতে শাহকে চিঠি মেরি কমের

Latest article