প্রতিবেদন : পুজোর মুখে গাড়ি পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে এবারে কড়া ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। বিশেষ নজরদারি শুরু হয়েছে নিউমার্কেট এবং গড়িয়াহাটের (New Market- Gariahat) মতো মহানগরীর জনবহুল মার্কেট প্লেসগুলিতে। পুলিশকে পুর কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, অতিরিক্ত টাকা আদায় করলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে অভিযুক্ত পার্কিং অ্যাটেনডেন্টকে। এছাড়া অনুমোদিত পার্কিং প্লট হকাররা বেদখল করলে তা দ্রুত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। নির্দেশ পেয়েই দফায় দফায় অভিযান চালিয়ে নিউমার্কেট লাগোয়া বার্টরাম স্ট্রিট থেকে দখলদার হকারদের হটিয়ে দিয়েছে পুলিশ। পুজো শপিংয়ের দিনগুলিতে ধর্মতলা এলাকার সমস্ত ব্যস্ত রাস্তায় ধারাবাহিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নিউমার্কেট থানার পুলিশ। হুঁশিয়ারি দেওয়া হয়েছে ধর্মতলা-পার্ক স্ট্রিট এলাকার পার্কিং ঠিকাদারদের। বেআইনি পার্কিং যাতে পুজোর বাজারে প্রতিবন্ধকতার কারণ হয়ে না দাঁড়ায় তার জন্য নিউমার্কেট, গড়িয়াহাটের মতো এলাকায় অস্থায়ী টাওয়ার তৈরি করে নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ। অতিরিক্ত পার্কিং ফি আদায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য কিয়স্ক চালু করার বিষয়টিও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। পুলিশের পক্ষ থেকেও পুর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে, জটিলতা এড়াতে পার্কিং অ্যাটেনডেন্টের সংখ্যায় রাশ টানা হোক। সামলে নিতে মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ। পুজোর বাজারের ভিড় সামলে যানবাহনের গতি অব্যাহত রাখতে পথচারীদের জন্য পৃথক চ্যানেল তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে নিউমার্কেট (New Market- Gariahat) এলাকায়। পুরসভার নিয়ম অনুযায়ী পার্কিং ফি এখন ঘণ্টাপ্রতি ১০ টাকা। কিন্তু অনেক জায়গাতেই পার্কিংয়ের নামে দ্বিগুণ থেকে চারগুণ টাকা দিতে বাধ্য করা হচ্ছে গাড়ির চালক বা মালিকদের। পুজো যত এগিয়ে আসছে ধর্মতলা-নিউমার্কেট-পার্ক স্ট্রিট-গড়িয়াহাটের মতো শপিং হাবে এই অঙ্কটা ক্ষেত্রবিশেষে ৫০ টাকা অবধি গড়াচ্ছে বলে খবর। কখনও পুজো বকশিসের নামে, কখনও অন্য অজুহাতে। লাইসেন্স ছাড়াই অনেকে গাজোয়ারি চালাচ্ছে পার্কিং প্লটে। গাড়ি রাখতে বাধ্য করছে নো-পার্কিং জোনেও। ফলে অসুবিধের মধ্যে পড়ছেন সাধারণ পথচারীরাও। দেখা দিচ্ছে যানজট। সমস্যা সমাধানে কড়া মনোভাব নিয়ে পথে নেমেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন: TMCP-র প্রতিষ্ঠা দিবস: অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়