TMCP-র প্রতিষ্ঠা দিবস: অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে ২৯ অগাস্ট কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে TMCP-র সমাবেশ। দলীয় সূত্রে খবর, মঞ্চ থেকে কড়া বার্তা দেবেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সন্ধে সাতটা নাগাদ অনুষ্ঠানস্থলে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক। সঙ্গে ছিলেন টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছিলেন জয়া দত্ত, স্বাক্ষর-সহ অন্যান্য যুব নেতারা। উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। মঞ্চ তৈরিটির কাজ যাঁরা করছেন, তাঁদের সঙ্গেও কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: শিবসেনার প্রশ্ন, ধর্ষকদের মুক্তি কি কৃতিত্বের কাজ

সোমবার ছাত্রছাত্রীরা রেকর্ড সংখ্যায় জমায়েত করবেন বলে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা দিল। সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাৎ, ওদিন থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেসের তরুণ ব্রিগেড।

Latest article