প্রতিবেদন : বুধবার বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা ট্যুইট। আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে! যদিও পরে সৌরভ নিজেই যাবতীয় বিতর্কের অবসান ঘটান। এদিন সৌরভ ট্যুইট করেছিলেন, ‘‘১৯৯২ সাল থেকে ক্রিকেট খেলছি। ৩০ বছর হয়ে গেল এই খেলার সঙ্গে যুক্ত। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি, যাতে মানুষের উপকার হয়।
আরও পড়ুন-জাপানকে হারিয়ে ব্রোঞ্জ পেল ভারত
আশা করি, জীবনের নতুন অধ্যায়ে সবার সমর্থন পাব।’’ এর পরেই রটে যায় সৌরভ বিসিসিআইয়ের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজনীতিতে পা রাখছেন। যদিও বোর্ড সচিব জয় শাহ সৌরভের পদত্যাগের জল্পনা সরাসরি উড়িয়ে দেন কিছুক্ষণের মধ্যেই। তিনি জানিয়ে দেন, ভারতীয় ক্রিকেটের দায়িত্ব সৌরভের হাতেই থাকছে। আরও কিছু সময় পর সৌরভ নিজেই জানিয়ে দেন, তিনি ব্যক্তিগতভাবে একটি অনলাইন শিক্ষামূলক অ্যাপ চালু করতে চলেছেন। সেটাই ট্যুইট করে জানাতে চেয়েছিলেন।