পারথে আজ গতিই মাথাব্যথা বাবরদের

কামিন্স ছাড়াও দলে দুই জোরে বোলার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। চতুর্থ পেসারের কাজ করবেন অলরাউন্ডার মিচেল মার্শ।

Must read

পারথ, ১৩ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই নামছে পাকিস্তান। যদিও প্যাট কামিন্সরা আবার ভরসা রেখেছেন অভিজ্ঞ স্পিনার নাথান লিয়নের উপর। বৃহস্পতিবার থেকে পারথে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। বুধবার দুই দলই নিজেদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে যায়নি। কামিন্স ছাড়াও দলে দুই জোরে বোলার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। চতুর্থ পেসারের কাজ করবেন অলরাউন্ডার মিচেল মার্শ।

আরও পড়ুন-রায়গঞ্জে শুট.আউট, গু.লিতে ঝাঁ.ঝড়া সরকারি কর্মী

বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর এই প্রথম কোনও টেস্ট সিরিজ খেলতে নামছে পাকিস্তান। নতুন অধিনায়ক শান মাসুদের কাছে তাই এই সিরিজে অগ্নিপরীক্ষার মঞ্চ। পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। বাউন্সি পিচে অস্ট্রেলীয় পেসারদের সামলাতে নেটে বিশেষ অনুশীলন করেন পাক ব্যাটাররা। গুড লেংথে স্পটের সামান্য আগে একটি আয়তাকার মার্বেল পাথর রাখা হয়েছে। সেই মার্বেলের উপর লাগাতার বল ফেলে যাচ্ছেন বোলাররা। ফলে বল দ্রুত গতিতে কোমরের উচ্চতায় উঠছে। আর ব্যাকফুটে সেই বল সামলাচ্ছেন বাবররা।

আরও পড়ুন-বিএলআরও রিপাের্ট তলব নবান্নের

এদিকে, টেস্ট শুরুর আগেই বিতর্কে উসমান খোয়াজা। অস্ট্রেলীয় ওপেনার আগেই জানিয়েছিলেন, গাজা হামলার কথা মাথায় রেখে বিশেষ জুতো পরে পারথে খেলবেন। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দিয়েছে যে, ক্রিকেটের মাঠে কোনও রাজনৈতিক বার্তা দেওয়া চলবে না। যা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন খোয়াজা। যদিও তিনি জানিয়েছেন, আইসিসির নির্দেশ মেনে তিনি ওই বিশেষ জুতো পরবেন না।

Latest article