জুয়ানকে ছাড়াই আজ গুয়াহাটিতে মোহনবাগান, মাঠে নামতে প্রস্তুত দিমিত্রি

এএফসি কাপের ব্যর্থতা ভুলে আইএসএলে ফোকাস ফেরাচ্ছে মোহনবাগান। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ।

Must read

প্রতিবেদন : এএফসি কাপের ব্যর্থতা ভুলে আইএসএলে ফোকাস ফেরাচ্ছে মোহনবাগান। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। বৃহস্পতিবার সকালে প্র্যাকটিস করেই গুয়াহাটি উড়ে যাবে দল। তবে ওড়িশা ম্যাচে লাল কার্ড দেখা কোচ জুয়ান ফেরান্দো দলের সঙ্গে যাচ্ছেন না। জুয়ানের বদলে নর্থইস্ট ম্যাচে ডাগআউটে বসবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

আরও পড়ুন-পারথে আজ গতিই মাথাব্যথা বাবরদের

সবুজ-মেরুন শিবিরের জন্য সুখবর, চোট সারিয়ে পুরো ফিট দিমিত্রি পেত্রাতোস। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অস্ট্রেলীয় স্ট্রাইকার বলছেন, ‘‘আমার ১৫ বছরের ফুটবল কেরিয়ারে এত বড় চোট আগে কখনও পাইনি। তাই ফিট হয়ে উঠতে পেরে স্বস্তি পেয়েছি। মাঠে নেমে দলকে সাহায্য করার জন্য ছটফট করছি।’’
নর্থইস্ট আবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোল হজম করেছিল। যদিও বুধবার ক্লিফোর্ডের গলায় রীতিমতো সমীহের সুর। বাগানের সহকারী কোচ বলেন, ‘‘নর্থইস্ট শক্তিশালী দল। ওদের খাটো করে দেখার প্রশ্নই ওঠে না। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ওরা দুরন্ত খেলেছিল। ঘরের মাঠে নর্থইস্ট বরাবরই ভয়ঙ্কর। তবে আমরা ম্যাচটা জিতেই কলকাতায় ফিরতে চাই।’’

আরও পড়ুন-বিএলআরও রিপাের্ট তলব নবান্নের

দলের অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্স হঠাৎ করেই ফর্ম হারিয়ে বসেছেন। দিমিত্রি ও ক্লিফোর্ড দু’জনেই অবশ্য কামিন্সের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁদের বক্তব্য, কামিন্স অনুশীলনে প্রচুর পরিশ্রম করছে। ম্যাচেও চেষ্টা করছে। ওর গোল পাওয়া শুধুই সময়ের অপেক্ষা। দ্রুত ফিট হয়ে উঠছেন মনবীর সিং। তাঁকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবর্ত হিসাবে নর্থইস্ট ম্যাচ খেলতে পারেন মনবীর। প্রায় ফিট অনিরুদ্ধ থাপাও। তবে সাহাল আব্দুল সামাদের চোট সারতে আরও দিন দশেক লাগবে বলেই খবর।

Latest article