প্রতিবেদন : ২৪ ঘণ্টাও কাটল না। ফের বিপত্তি স্পাইসজেটে (SpiceJet)। তার কয়েক ঘণ্টা আগেই কিছু সময়ের ব্যবধানে স্পাইসজেটের (SpiceJet) দুটি বিমানে দেখা দিয়েছিল যান্ত্রিক ত্রুটি। মঙ্গলবার বেশি রাতে সংস্থার একটি চিনগামী কার্গো বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই কারণে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রথমে বিমানটি কলকাতা থেকে বিপুল পরিমাণ মালপত্র নিয়ে বেজিংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণ পর হঠাৎই বিমানটির রেডারে কিছু সমস্যা দেখা দেয়। তখন বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর অবশ্য রাতেই বেজিংয়ের উদ্দেশে উড়ে যায় স্পাইসজেটের ওই উড়ান। উল্লেখ্য, মঙ্গলবারই স্পাইসজেটের দিল্লি থেকে দুবাইগামী একটি বিমান এবং আমেদাবাদ থেকে মুম্বইগামী অন্য একটি বিমান যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হয়। দুটি বিমানকেই জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলটরা। তবে ওই ঘটনায় যাত্রীরা সকলেই নিরাপদেই ছিলেন। এই নিয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই স্পাইসজেটের আটটি বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিল। যেভাবে প্রায় নিয়মিত স্পাইসজেটের যাত্রী ও পণ্যবাহী বিমানে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে তাতে সংস্থার বিমান রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন বিমানসংস্থা যাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। ঘটনার জেরে ডিজিসি-এর পক্ষ থেকে স্পাইসজেটকে লিখিতভাবে বিমানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চরম দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করলেন নিত্যযাত্রীরা, খোলা দরজা নিয়েই ছুটল মেট্রো