ইঞ্জিনে আগুন ইন্ডিগোর উড়ানে

Must read

প্রতিবেদন : স্পাইসজেট ও ভিস্তারার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিল ইন্ডিগোর (Indigo Flight) একটি বিমানে। বুধবার বিকেলে বিমানটি ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দর থেকে মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে আসছিল। বিকেল ৩টা নাগাদ ইন্দোরে অবতরণ করার ঠিক আগেই বিমানটির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত বিমানটি (Indigo Flight) নিরাপদেই ইন্দোর বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে দিল্লির বেশ কিছু যাত্রী ছিলেন। তাঁদের সংস্থার অন্য বিমানে দিল্লি পাঠানো হয়। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, কী কারণে বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হল তা জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা সকলেই নিরাপদ আছেন বলে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে।

 আরও পড়ুন: স্পাইস জেটের পর এবার ভিস্তারা বিমানে বিভ্রাট

Latest article