আচমকাই দিল্লি থেকে দুবাইগামী (Dubai) স্পাইসজেট (SpiceJet) বিমানসংস্থার একটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হল পাকিস্তানের করাচি বিমানবন্দরে। কী কারণে? যান্ত্রিক গোলযোগের কারণেই যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হল করাচি বিমানবন্দরে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বিমানটি (SpiceJet) দিল্লি থেকে দুবাইয়ের যাওয়ার সময় মাঝ আকাশে আচমকাই যান্ত্রিক গোলযোগের জন্য সেটিকে করাচিতে জরুরি অবতরণ করানো হয়। স্পাইসজেটের এসজি ১১ উড়ানটি সময়েই উড়েছিল দিল্লি থেকে। মাঝপথেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তারপরই বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় পাকিস্তানের করাচি বিমানবন্দরের দিকে। সেখানে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
আরও পড়ুন: ভিভো সহ একাধিক মোবাইল সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু ইডি-র
জানা গিয়েছে, বিমানের ভিতরে থাকা সমস্ত যাত্রীই সুরক্ষিত অবস্থায় রয়েছেন এবং তাদের বিমান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বিকল্প বিমানে করাচি থেকে দুবাই পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।