প্রতিবেদন : সত্তরের দশকের অন্যতম সেরা ফুটবলার শ্যামল ঘোষের (Shyamal Ghosh) আকস্মিক প্রয়াণে শোকাহত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas)। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার। গভীর শোকপ্রকাশ করে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘আমাদের সবার প্রিয় ফুটবলার ছিলেন শ্যামল ঘোষ (Shyamal Ghosh)। বাংলার এক সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারের আকস্মিক প্রয়াণে আমি শোকাহত। ১৯৭৪ সালে মারডেকা কাপে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় তাঁর। খেলেছেন এশিয়ান গেমসে। কলকাতা লিগ, ডুরান্ড, রোভার্স-সহ একাধিক টুর্নামেন্ট জিতেছেন। ময়দানে দাপিয়ে খেলেছেন বড় ক্লাবের জার্সিতে। ১৯৭৭ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে কলকাতা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। কোচ হিসেবেও বাংলাকে দিয়েছেন সন্তোষ ট্রফি। শ্যামল ঘোষের মৃত্যুর খবর পেয়ে আমি রাতে হাসপাতালে যাই এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গভীর রাত পর্যন্ত তাঁর পরিবারের পাশে থেকে শেষকৃত্যের ব্যবস্থা করি। তাঁর প্রয়াণ বাংলার ফুটবলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবার, পরিজন ও তাঁর অসংখ্য অনুরাগীদের জানাই আমার আন্তরিক সমবেদনা।’’
আরও পড়ুন-পেলের শেষকৃত্যে অনুপস্থিত নেইমার-রোনাল্ডো-কার্লোসরা