কোচি, ২১ এপ্রিল : তিনি আদতে ক্রিকেটার। ছিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও। তবে শান্তাকুমারন শ্রীশান্তকে আরও অনেক ভূমিকায় দেখেছে তাঁর ফ্যানরা। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্নমুখী চেহারায় দেখা যাবে কেরলের প্রাক্তন এই ফাস্ট বোলারকে। নামছেন বলিউডের নাচ-ভিত্তিক ছবিতে। যার নাম হল ‘আইটেম নাম্বার ওয়ান’।
নাচের উপর ভিত্তি করে এই ছবিটি প্রস্তুত হচ্ছে। শ্রীশান্ত যেমন এতে অভিনয় করবেন, তেমনই একটি গানও গাইবেন। যে গানের রেকর্ডিং কোচিতে শুরু হয়েছে। এর মিউজিক ডিরেক্টর হলেন সজীব মঙ্গলাথ।
আরও পড়ুন-পোলার্ডের অবসর নিয়ে গেইল, আমার আগে তুমি, বিশ্বাসই হচ্ছে না
শ্রীশান্ত এর আগে দুটি নাচের রিয়ালিটি শো-তে অংশ নিয়েছেন। সেগুলি হল ‘এক খিলাড়ি এক হাসিনা’ ও ‘ঝলক দিখলা যা’। তবে গান ও অভিনয়ে এই প্রথম শ্রীশান্তকে দেখা যাবে কোনও বলিউডের ছবিতে। এজন্য তিনি ছবির পরিচালক পালোরান ও কেরলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।
শ্রীশান্ত বলেছেন, ‘‘আমি সম্মানিত। এটাই আমার প্রথম হিন্দি প্রোজেক্ট। এখানে আমি গান গাইব। অভিনয়ও করব। আমি কোনও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা পরিবার থেকে আসিনি। এটা আমার কেরিয়ার নয়। তবে একশোভাগ দিতে চাই। ক্রীড়াবিদ হিসাবে অন্য খেলোয়াড়দের সম্মান জানাতে চাই। আর আমি বিশ্বাস করি, আরও কিছু দেওয়ার আছে আমার।”
আরও পড়ুন-ক্ষমা চাইলেন
ছবিতে তাঁর চরিত্র ভাল মানুষের বলে জানিয়েছেন শ্রীশান্ত। এখানে কমেডিও আছে। তাঁর সামনে কমেন্ট্রিরও প্রস্তাব আছে বলে জানান শ্রীশান্ত। তবে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান। আর চান যত বেশি সম্ভব ছবিতে অভিনয় করতে। শ্রীশান্ত রঞ্জি খেলে অবসর নিতে চেয়েছিলেন। তবে কেরল ক্রিকেট সংস্থা তাঁকে সেই সুযোগ দেয়নি।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…