নয়াদিল্লি: ৯ বছর পর কেরলের রঞ্জি দলে সুযোগ পেয়েছিলেন। মাঠে নেমে বল হাতে একটি উইকেটও নিয়েছিলেন। সেই শান্তাকুমারন শ্রীশান্ত (Sreesanth retires from Indian domestic cricket) বুধবার হঠাৎ প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন। ২০০৭ টি-২০ এবং ২০১১ ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য শ্রীশান্ত (Sreesanth retires from Indian domestic cricket) এদিন ট্যুইট করেছেন, ‘‘আগামী প্রজন্মের ক্রিকেটারদের কথা মাথায় রেখেই প্রথম শ্রেণির ক্রিকেটে ইতি টানলাম। কেরিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছি। কিন্তু প্রত্যেকটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’’ ৩৯ বছরের শ্রীশান্ত ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন। ২০১৩ আইপিএলে গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ে আজীবন নির্বাসিত হন শ্রীশান্ত। পরে তাঁর শাস্তির মেয়াদ কমিয়ে সাত বছর করা হয়।