পুণে, ৪ জানুয়ারি : প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর, বৃহস্পতিবার ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারত (Sri Lanka- India)। জিতলেই তিন ম্যাচের টি ২০ সিরিজ পকেটে পুরে ফেলবেন হার্দিক পাণ্ডিয়ারা। মুম্বই থেকে বুধবারই পুণে পৌঁছে গিয়েছে দুই দল। যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করা শিবম মাভি। মুম্বইয়ে চার উইকেট নেওয়া তরুণ ভারতীয় (Sri Lanka- India) পেসার বলছেন, ‘‘আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ হলেও, আমার উপর কোনও চাপ ছিল না। বিশেষ করে, পাওয়ার প্লেতে অনেকটাই খোলা মনে বল করেছি।’’
অধিনায়ক হার্দিক আবার দ্বিপাক্ষিক সিরিজ জয় থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন চাপ সামলানোকে। মুম্বইয়ে শেষ ওভারে জেতার জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ১৩ রানের। ওই পরিস্থিতিতে নিজে বোলিং না করে হার্দিক বল তুলে দেন বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলের হাতে। হার্দিকের বক্তব্য, ‘‘দ্বিপাক্ষিক সিরিজের একটা-দুটো হারকে গুরুত্ব দিচ্ছি না। আমার লক্ষ্য বড় আসরে জয়। তাই সতীর্থদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে চেয়েছি। যাতে এই দলটা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে। দ্বিপাক্ষিক সিরিজে যদি কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করতে না পারি, তাহলে বড় টুর্নামেন্টে কীভাবে পারব?’’ মুম্বই ম্যাচে পায়ে চোট লাগলেও, সবাইকে আশ্বস্ত করে হার্দিক জানিয়েছেন, ‘‘আগের রাতে ভাল ঘুম হয়নি। জলও কম খেয়েছিলাম। তাই পায়ের পেশিতে টান ধরেছিল। ভয়ের কিছু নেই, আমি ফিট।’’
আরও পড়ুন-গার্ড অফ অনার দিয়ে মেসি-বরণ পিএসজির
প্রথম ম্যাচ থেকে ভারতের আরও এক প্রাপ্তি দীপক হুডা। চাপের মুখে ব্যাট করতে নেমে ২৩ বলে অপরাজিত ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন হুডা। যা দলকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিল। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা তাঁকে ফিনিশার হিসেবে চিহ্নিত করতে শুরু করছেন। হুডা বলছেন, ‘‘ছ’নম্বরে ব্যাট করতে নামা মানেই ফিনিশারের ভূমিকা পালন করতে হবে। আর একজন ফিনিশারের কাজ হল ম্যাচ শেষ করে আসা। সেটা প্রথম ইনিংসে বড় রান করা হোক বা রান তাড়া করা। আমি নিজেও চাপ নিতে পছন্দ করি। কঠিন পরিস্থিতিতে আমার সেরাটা বেরিয়ে আসে।’’
এদিকে, বৃহস্পতিবারের ম্যাচে সঞ্জু স্যামসনের খেলা অনিশ্চিত। মুম্বইয়ে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। দলের সঙ্গে সঞ্জু পুণে যাননি। চিকিৎসার জন্য মুম্বইয়েই থেকে গিয়েছেন। তবে ভাল খবর, অর্শদীপ সিং আগের থেকে অনেকটাই ফিট। যদিও পুরোপুরি সুস্থ না হলে বাঁ হাতি পেসারকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না দল। একান্তই যদি অর্শদীপ খেলেন, সেক্ষেত্রে বসতে পারেন হর্ষল প্যাটেল ও উমরান মালিকের মধ্যে যে কোনও একজন।