শারজা : বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয়রথ কি থামাতে পারবে শ্রীলঙ্কা? জয়ের হ্যাটট্রিক করে সোমবার ফের মাঠে নামছে মর্গ্যানবাহিনী। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লড়াই দুরন্ত ছন্দে থাকা ইংরেজদের। নজর থাকবে শ্রীলঙ্কার দিকেও। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে শেষ দু’টি ম্যাচে হেরে বেকায়দায় লঙ্কাবাহিনী। আজ হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে হাসারাঙ্গা, কুশল পেরেরাদের।
আরও পড়ুন-ফিনিশার আসিফে মজে আছেন হেডেন
মর্গ্যানের দল যে ফর্মে রয়েছে তাতে এই ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কাকে নিজেদের খেলার মান অনেক উঁচুতে তুলে ধরতে হবে। এই ম্যাচে অবশ্য কেউই লঙ্কাবাহিনীর উপর বাজি ধরছে না। সবাই নিশ্চিত, বড় কোনও অঘটন না ঘটলে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ডই জিতবে। তবে কুশল, আসালাঙ্কারা চমক দিতে তৈরি। মর্গ্যানদের জয়ের দৌড় থামিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া লঙ্কা ব্রিগেড। সোমবারের ম্যাচ শারজার মাঠে। এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন হাসারাঙ্গা। শারজার পিচে বাটলার, মর্গ্যানদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ট্রাম্প কার্ড হতে পারেন এই লেগ স্পিনার।
স্পিন বিভাগে হাসারাঙ্গা, থিকশানার ফর্ম শ্রীলঙ্কাকে স্বস্তিতে রাখলেও পেসাররা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। ব্যাটিংয়ে রাজাপক্ষ, কুশল, আসালাঙ্কারা রানের মধ্যে থাকলেও ডেথ ওভারে বড় শট খেলে বাড়তি ২০-২৫ রান স্কোরবোর্ডে যোগ করতে পারছেন না লঙ্কা ব্যাটাররা। সোমবার এই দিকে নিশ্চয় নজর থাকবে তাঁদের।