ফিনিশার আসিফে মজে আছেন হেডেন

Must read

দুবাই : চলতি টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যেই নায়কের মর্যাদা পাচ্ছেন পাকিস্তানের আসিফ আলি। মাত্র দুটো ক্যামিও ইনিংসেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করে ফেলেছেন এই পাক তরুণ। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন আসিফ। তিনটি ছয় ও একটি বাউন্ডারির সাহায্যে মাত্র ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে আফগানিস্তান যখন জয়ের সম্ভাবনা জোরালো করে তুলেছিল, তখন ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন এই পাক ব্যাটার।

আরও পড়ুন-বোলারদেরই জয়ের কৃতিত্ব দিচ্ছেন মর্গ্যান

আসিফের এমন ম্যাচ ফিনিশ করার দক্ষতায় মুগ্ধ পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ওপেনার জানিয়েছেন, ডেথ ওভারে এভাবে ধারাবাহিকভাবে বড় শট খেলার ক্ষমতা বা দক্ষতা সবার থাকে না। হেডেন বলেছেন, ‘‘হ্যাঁ, প্রতিভা অবশ্যই থাকা উচিত। কিন্তু ম্যাচের ডেথে এই ধরনের ব্যাটিং শুধু প্রতিভা দিয়ে হয় না। এর জন্য ইতিবাচক একটা মানসিকতা প্রয়োজন। ক্রিকেট বিশ্বে মাত্র কয়েক জনের এই দক্ষতা রয়েছে। ডেথে নিখুঁত বড় শট খেলে ম্যাচ শেষ করাটা বিশেষ দক্ষতা, যেটা আসিফ অর্জন করেছে।’’
হেডেনের কাছে জানতে চাওয়া হয়, আসিফ ধোনির মতো ফিনিশার হয়ে উঠতে পারবেন কি না? পাক ব্যাটিং পরামর্শদাতা বলেন, ‘‘হতেই পারে। তবে মনে রাখতে হবে ধোনি বা কোহলি একজনই হয়। প্রত্যেকের নিজস্বতা থাকে, নিজের ভবিষ্যৎ নিজে লেখে। যদি আসিফের সময় আসে, ওর নিজস্বতা দিয়েই জায়গা তৈরি করে নেবে।’’ আসিফকে নিয়ে এভাবেই মজে রয়েছে পাক ক্রিকেট।

Latest article