স্মিথকে টি-২০ দলে চান না ওয়ার্ন

Must read

দুবাই: শনিবার ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছে অস্ট্রেলিয়া। মর্গ্যানবাহিনীর বিরুদ্ধে ফিঞ্চদের ভয়ঙ্কর হারের তীব্র সমালোচনা করেছেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ার্ন। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন লেগ স্পিনের জাদুকর।

আরও পড়ুন-বোলারদেরই জয়ের কৃতিত্ব দিচ্ছেন মর্গ্যান

ওয়ার্নের নিশানায় স্টিভ স্মিথ। টি-২০ দলে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানের নির্বাচনকে অনুমোদন দিচ্ছেন না ওয়ার্ন। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ হয়েছেন স্মিথ। প্রাক্তন তারকা লেগ স্পিনার বলেছেন, ‘‘খারাপ দল নির্বাচন হয়েছে। পাঁচদিনের ফরম্যাটের ক্রিকেটারকে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে।’’

এরপর ওয়ার্নের সংযোজন, ‘‘ইংল্যান্ড ম্যাচে অস্ট্রেলিয়া দল নির্বাচন দেখে আমি হতাশ। মার্শকে বাদ দেওয়া হল আবার ম্যাক্সওয়েলকে পাওয়ার প্লে-তে নামানো হল। সবসময় পাওয়ার প্লে-র পরে আসা উচিত ম্যাক্সের। আমি স্মিথকে ভালবাসি কিন্তু টি-২০ দলে ওর থাকা উচিত নয়। মার্শের অবশ্যই থাকা উচিত দলে। খুব খারাপ স্ট্র্যাটেজি অস্ট্রেলীয়দের।’’

আরও পড়ুন-ডিসেম্বরে নেত্রীকে নিয়ে আগরতলায় সভা করব: অভিষেক বন্দ্যোপাধ্যায়

কিংবদন্তি স্পিনার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। বলেছেন, ‘‘উপযুক্ত টি-২০ দল ওরা। এই ফরম্যাটে দারুণ ক্রিকেট খেলছে ইংল্যান্ড। আশা করছি, এই বড় হারের পর অস্ট্রেলিয়া বুঝবে কীভাবে খেলা প্রয়োজন। পাকিস্তান ও ইংল্যান্ড দেখাচ্ছে কীভাবে টি-২০ ক্রিকেট খেলা উচিত। অজিদের ভাবনায় বদল আনা প্রয়োজন।’’
এদিকে, বিশ্বকাপ ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন ওয়ার্ন। ভারত-পাকিস্তান অথবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল হবে বলে মনে করছেন লেগ স্পিনের জাদুকর।

Latest article