এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগে হাইকোর্টের নির্দেশ সিবিআই তদন্তে স্থগিতাদেশ

Must read

প্রতিবেদন : এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার তিন সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্ত। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। তবে স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সিল করে এদিনই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নথি জমা থাকবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। এই মামলার পরবর্তী শুনানি সামনের সোমবার। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে সওয়াল করা হয়, পুলিশ থাকতে সিবিআইকে দিয়ে তদন্ত করানো উচিত নয়।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে নয়াচরে শুরু হল কাজ

পুলিশ কাজ করতে না পারলে বিবেচনা করা যেত। কিন্তু পুলিশের কাছে আদৌ কোনও অভিযোগ জমা পড়েনি। পুলিশের বিরুদ্ধে কাজ না করার অভিযোগও নেই। মামলাকারীর পক্ষ থেকে এই তদন্ত করার কোনও আবেদনও জানানো হয়নি। তাছাড়া অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তের বিষয়ে একমত হয়েছিল কমিশনও। তদন্তের জন্য তৈরি করা যেত বিশেষ টিমও। দুর্নীতি কড়া হাতে মোকাবিলার কথাও কমিশনের সওয়ালে বিশেষভাবে উল্লেখ করা হয়। আদালত নিযুক্ত পুলিশের শীর্ষ আধিকারিককে দিয়ে তাঁরা তদন্তে প্রস্তুত বলেও আদালতে জানান কমিশনের আইনজীবী। উল্লেখ্য, স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এরই বিরুদ্ধে মঙ্গলবার ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। সেই মামলারই শুনানি ছিল বুধবার। মামলার চূড়ান্ত শুনানি সোমবার।

Latest article