একদিনে ৩০ হাজারের বেশি রোগীকে পরিষেবা দিল এসএসকেএম

রোগী পরিষেবার নিরিখে নতুন করে নজির তৈরি করল এসএসকেএম হাসপাতাল। একদিনে ৩০ হাজারের বেশি রোগীকে পরিষেবা দিল তাঁরা।

Must read

প্রতিবেদন : রোগী পরিষেবার নিরিখে নতুন করে নজির তৈরি করল এসএসকেএম হাসপাতাল। একদিনে ৩০ হাজারের বেশি রোগীকে পরিষেবা দিল তাঁরা। এই রোগী পরিষেবার নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। চলতি সপ্তাহে সোমবার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে ৩০ হাজারেরে বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন-ইন্ডিয়া জোটে আছি জোটে থাকব

এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে এসেছিলেন ২৩৪৯ জন। কিউ আর কোড স্ক্যান করে চিকিৎসককে দেখান ৬৮৭ জন। ১৩০৩ জন রোগীকে ই-প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। ওই একই দিনে জরুরি বিভাগে ৯৫৩ জনকে পরিষেবা দেওয়া হয়েছে। বিভিন্ন অন্তর্বিভাগে ভর্তি হন ৪৫৬ জন। রক্ত-সহ বিভিন্ন নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন ১৪ হাজার ১৩৪ জন। চিকিৎসা শেষে ছুটি পান ১২৬ জন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে ১,২২৯ জনকে।

Latest article