প্রাইয়া, ৫ জানুয়ারি : সদ্যপ্রয়াত ফুটবল সম্রাট পেলের নামে নিজেদের জাতীয় স্টেডিয়ামের নামকরণ করতে চলেছে মধ্য আটলান্টিকের দ্বীপরাষ্ট্র কেপভার্দে। সে দেশের প্রধানমন্ত্রী ইউলিসিস কোরেইরা সিলভা নিজেই এ কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, পেলের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তনো আবেদন জানিয়েছিলেন, বিশ্বের সমস্ত দেশের একটি করে ফুটবল স্টেডিয়ামের নামকরণ পেলের নামে করা হোক। ফিফা প্রেসিডেন্টের ডাকে প্রথম দেশ হিসেবে সাড়া দিল কেপভার্দে।
আরও পড়ুন-স্ত্রী অনুষ্কা ও কন্যাকে নিয়ে বিলি করলেন কম্বল, বৃন্দাবনে বিরাট
কেপভার্দের রাজধানী প্রাইয়া থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেডিয়ামের নাম ‘এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দে’। তবে ১৫ হাজার আসনের এই স্টেডিয়ামের নতুন নাম হবে ‘পেলে স্টেডিয়াম’। কেপভার্দের প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘পেলের মতো কিংবদন্তিকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমাদের জাতীয় স্টেডিয়ামের নাম পালটে ‘পেলে স্টেডিয়াম’ রাখা হবে। আমার বিশ্বাস, বিশ্বের আরও অনেক দেশই এই পথে হাঁটবে।’’ তিনি আরও লিখেছেন, ‘‘কেপভার্দে ও ব্রাজিলের ইতিহাস হাত ধরাধরি করে এগিয়েছে। এই দু’টি রাষ্ট্র যেন দু’টি বোন। পেলে ব্রাজিলের জাতীয় নায়ক। শুধু পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর কাছেই নয়, গোটা বিশ্বের কয়েক প্রজন্মের কাছে আদর্শ। তাঁকে সম্মান জানানোর এর থেকে ভাল পথ আমাদের জানা ছিল না।’’