প্রতিবেদন : প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথম ভারত সফরে আসেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারত সফরে কিশিদা একদিকে যেমন এই দেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, তেমনই মুখ খুলেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন নিয়ে। জাপ প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ার ইউক্রেন (Ukraine) আক্রমণ গোটা আন্তর্জাতিক পরিস্থিতি বদলে দিতে পারে। কাউকে শক্তি প্রয়োগ করে আন্তর্জাতিক পরিস্থিতি বদলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। কিশিদা স্পষ্ট জানান, চলতি পরিস্থিতিতে জাপান ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা করবে। ভারত ও জাপান দুই দেশই ইউক্রেন (Ukraine) সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানান কিশিদা। একইসঙ্গে তিনি বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও শান্তিপূর্ণ রাখতে ভারত ও জাপান বদ্ধপরিকর। পাশাপাশি ভারতে তিন লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের আশ্বাস দিয়েছেন জাপ প্রধানমন্ত্রী।