জিতে মিতালিদের চাপ বাড়াল ইংল্যান্ড

Must read

অকল্যান্ড, ২০ মার্চ : মেয়েদের বিশ্বকাপে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড (England)। প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২০৩ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। পাল্টা রান তাড়া করতে নেমে ৪৭.২ ওভারে ৯ উইকেটে ২০৪ তুলে, ১ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

৪০ ওভারের শেষে ইংল্যান্ডের (England) রান ছিল ৪ উইকেটে ১৭৩। জয়ের জন্য শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল আরও মাত্র ৩১ রানের। কিন্তু পরপর পাঁচ উইকেট হারিয়ে হঠাৎ করেই চাপে পড়ে যায় তারা। ৪৬তম ওভারে ইংল্যান্ডের রান ছিল ৯ উইকেটে ১৯৬। যদিও ১৬ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় তারা। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করল ইংল্যান্ড।

পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের চার নম্বরে রয়েছেন মিতালি রাজরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইংল্যান্ড। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচ জিতে শীর্ষে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট এবং ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ দু’টি স্থান নিয়ে লড়াইয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (৬ ম্যাচে ৪ পয়েন্ট)।

এই পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছেন মিতালিরা। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ। সেমিফাইনালে ওঠার জন্য এই দুটো ম্যাচ জিততেই হবে।

Latest article