জন্মদিন সেলিব্রেশনের সময় ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আসে প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার (Brazilian striker) রবিনহোর (Robinho) বিরুদ্ধে। এই অপরাধের ফলে ইতালির আদালত ৯ বছরের কারাদণ্ড দিয়েছিল। এই সাজা তিনি ব্রাজিলে খাটবেন কিনা, সেই নিয়ে এবার দেশটির আদালত রায় দিল। ২০১৩ সালে মিলানের একটি ক্লাবে আলবেনিয়ান এক যুবতীকে রবিনহোসহ ছয়জন ধর্ষণ করে বলে অভিযোগ প্রকাশ্যে আসে। তিনি সেই সময়ে এসি মিলানের হয়ে খেলছিলেন।
আরও পড়ুন-ভোররাতে ভূমিকম্প অরুণাচল প্রদেশে সহ বেশ কিছু রাজ্যে
ব্রাজিলের বিচারকরা বুধবার এই মর্মে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস রায় দিয়েছেন যে রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্ট্রাইকার রবিনহোকে ব্রাজিলে নয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। অ-সাংবিধানিক বিষয়গুলির জন্য দেশের শীর্ষ আদালত জানায় তাঁকে ব্রাজিলে তার সাজা ভোগ করতে হবে। ইতালির আদালত ২০১৭ সালে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেয়। ২০২২ সালে ব্রাজিল সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছিল ইতালি। যদিও ফুটবলার জানিয়েছিলেন, ‘আশা করি ব্রাজিলে আমি সে ভাবে কথা বলতে পারব, যেটা সেখানে (ইতালি) বলতে পারিনি।’
আরও পড়ুন-রাজধানীতে মাঝরাতে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ২
প্রসঙ্গত, রবিনহো ধর্ষণের অভিযোগে শাস্তি পেলেও স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছিলেন। ২০১৩ সালে মিলানের নাইটক্লাবে আলবেনিয় এক মহিলাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। যে ৬জনের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার মধ্যে অন্যতম ছিলেন রবিনহো। ইতালির সর্বোচ্চ আদালত তার ৯ বছরের শাস্তির সাজা বহাল রাখে। ইতালিয়ান প্রসিকিউটররা তা বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিনহোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটাই প্রথম না। ইংল্যান্ডে ২০০৯ সালে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে তাঁকে আটক করা হয়। তদন্তের পর মুক্তি পেয়েছিলেন তিনি। এবারও তিনি দাবি করেন মহিলার সঙ্গে যা ঘটেছে সেটা সম্মতিমূলক।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…