প্রতিবেদন : আর একশো দিনও বাকি নেই দুর্গাপুজোর (Durga Puja Countdown)। বাঙালির সেরা উৎসব। চলতি বছরেই স্বীকৃতি মিলেছে খোদ ইউনেস্কোর (UNESCO)। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের (UNESCO World Heritage) তালিকায় জায়গা পেয়েছে বাঙালি তথা বাংলার প্রিয় উৎসব দুর্গাপুজো। খবর মিলতেই খুশির জোয়ার বয়ে যায় গোটা বাংলায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) দুর্গাপুজো নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন অনেকদিন ধরেই। ইউনেস্কোর স্বীকৃতি অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিয়েছে। এবছরের পুজো তাই আগে থেকেই এক অন্য মাত্রা পেয়ে গিয়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। গত দু’বছর করোনার জেরে পুজো নিয়ে সেভাবে আনন্দে মেতে উঠতে পারেনি বাঙালি। এবার তাই প্রস্তুতি থেকেই একটা আলাদা আগ্রহ। বাংলার পাশাপাশি এবার পুজো (Durga Puja Countdown) নিয়ে একটু আগেভাগেই মেতে উঠেছেন প্রবাসীরাও।
আরও পড়ুন: চা-শ্রমিকদের জয়ধ্বনি, মন্ত্রীকে অভ্যর্থনা, উন্নয়নই জয় আনবে তৃণমূলের
কুমোরটুলিতে (Durga Puja Countdown) চলে এসেছে সাগরপারের প্রতিমার বরাত। অনেক প্রতিমা সাগরপারের উদ্দেশে রওনাও দিয়েছে। হাওড়া (Howrah) থেকে ফাইবার গ্লাসের প্রতিমার বিদেশযাত্রার খবরও এসেছে। সবমিলিয়ে একেবারে সাজ সাজ রব। করোনাকাল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কুমোরটুলিও। মুখে হাসি ফুটেছে শিল্পীদের। কয়েক বছর ধরে শহরের পুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য করে আসছে রাজ্য সরকার। এবার তাতে নতুন কী যোগ হবে তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
আরও পড়ুন: WBPS-WBCS-এ ২০০ নিয়োগ, আর কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?