প্রতিবেদন : গভীর রাতে চিঠি পাঠানো এখন বাংলার রাজ্যপালের স্বভাবে পরিণত হয়েছে। শনিবার সকালে শিক্ষামন্ত্রী কড়া সমালোচনা করেছিলেন রাজ্যপালের। পাল্টা রাজ্যপাল বলেছিলেন, গভীর রাতে বুঝতে পারবেন। কিন্তু গভীর রাতে কেন? চিঠি পাঠাতে গেলে সকাল-বিকেল-দুপুর যে কোনও সময় পাঠানো যেত। কিন্তু তার মধ্যে না গিয়ে শনিবার গভীর রাতে রাজভবন থেকে জানানো হয়, দুটি চিঠি পাঠিয়েছে রাজভবন। একটি নবান্নে, অন্যটি দিল্লিতে।
আরও পড়ুন-‘মহাভারতের রচয়িতা কৃত্তিবাস’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বিপাকে বিরোধী দলনেতা
যদিও রবিবার রাত অবধি সে চিঠির কোনও হদিশ দিতে পারেনি নবান্নের আধিকারিকরা। অন্যদিকে রাজ্যপালের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আন্দোলনে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ সোমবার থেকে আন্দোলন শুরু হবে। ২২টি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলবে ১৮ সেপ্টম্বর অবধি। উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এই আন্দোলন শুরু হবে। সব মিলিয়ে রাজ্যপালের সৌজন্যে বিশ্ববিদ্যালয়গুলিতে জটিলতা বাড়ছে।