“লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ২০ হাজার কোটি টাকা করার পরিকল্পনা রাজ্যের

Must read

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তিনিই বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। বর্তমানে দেশের একমাত্ৰ মহিলা মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং প্রধান লক্ষ্যই ছিল নারী ক্ষমতা। এবং সেই লক্ষ্য স্থির করে তিনি বাংলার মহিলাদের জন্য বাস্তবায়ন করেছেন আনন্দধারা, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প। আর একুশের নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প চালু করেছেন। এখানেও লক্ষ্য সেই নারী ক্ষমতায়ন। যেখানে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ‘’হাতখরচের’’ টাকা তুলে দিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। যা রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন-বিজেপি একটি নারীবিদ্বেষী দল

গত ১৬ অগাস্ট থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। একমাস যাবৎ “দুয়ারে সরকার” কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে ৯১৮৬৮টি শিবিরে ১ কোটি ৮০ হাজার মহিলার “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প-এর আবেদন গৃহীত হয়েছে। আগামিদিনে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া বরাদ্দ বাজেট যে ছাপিয়ে যাবে, সে ব্যাপারে নিশ্চিত খোদ অর্থ দফতর।

আরও পড়ুন-সিঙ্গাপুরে আন্তর্জাতিক কফি সম্মেলন,বিশ্ব দরবারে ভারতের ২৯

বর্তমান অর্থবর্ষের বাজেটে প্রায় ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। কিন্তু আবেদনের বহর বলছে, প্রকল্পের খরচ চলতি বছরেই ১৭-১৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে বাধ্য। তাই আগামী আার্থিক বছরে ‘’লক্ষ্মীর ভাণ্ডার’’-এর জন্য বাজেট বাড়াতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, সেই প্রস্তাবিত খরচ কমপক্ষে ২০ হাজার কোটি টাকা। আগামী অর্থবর্ষের জন্য এখন থেকেই বাজেট প্রস্তাব প্রস্তুতি শুরু করে দিয়েছে অর্থদফতর। আগামী অর্থবর্ষের বাজেট পেশের প্রায় ৬ মাস আগেই সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে প্রয়োজনীয় নির্দেশও চলে গিয়ে বলেও জানা যাচ্ছে।

Latest article