মানবিক মুখ্যমন্ত্রী। ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আগেই নিহত-ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আরও প্রসারিত হল সেই সাহায্যের হাত। ফিরে আসা প্রত্যেক যাত্রীর জন্যও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, যাঁরা মারা গিয়েছেন রাজ্য সরকারের তরফে তাঁদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ, গুরুতর আহতদের একলক্ষ এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এখানেই শেষ নয়, নিরাপদে ফিরে আসা মানসিকভাবে বিপর্যস্ত প্রত্যেক যাত্রীকেও ১০ হাজার টাকা করে দেওয়া হবে। শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের আগামী তিনমাস দু’হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে। দেওয়া হবে খাদ্যসামগ্রীও।
আরও পড়ুন- মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘ডাল মে কুছ কালা হ্যায়’