অন্ধ্রের বার্ড ফ্লু নিয়ে অযথা প্যানিক নয় সতর্ক দৃষ্টি রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতর

Must read

প্রতিবেদন : অন্ধ্রপ্রদেশ-সহ বাইরের দু-একটি রাজ্যে বার্ড ফ্লু (bird flu) নিয়ে আতঙ্ক থাকলেও পশ্চিমবঙ্গে এখনই এ-ব্যাপারে কোনওরকম আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে শুক্রবার সাফ জানিয়ে দিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিনই তিনি তাঁর দফতরের বিভাগীয় অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য দফতরের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেন। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মুরগির মাংসে এই মূহূর্তে বাংলা স্বয়ংসম্পূর্ণ। ডিমের ক্ষেত্রে কিছু জোগান অন্ধ্রপ্রদেশ থেকেও এলেও যেহেতু ডিম সিদ্ধ করে খাওয়া হয় তাই ভয় পাওয়ার মতো কোনও কারণ নেই। এদিনই বিভাগীয় অতিরিক্ত সচিবের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। বিশেষ করে সরকারি যে-সমস্ত খামার রয়েছে সেখানে প্রয়োজনীয় প্রতিষেধকের সঙ্গে কর্মীদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। মুখে মাস্ক, হাতে গ্লাভস-সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে মুরগিদের ক্ষেত্রে যাতে কোনওভাবে সংক্রমণ না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে গোটা রাজ্যে প্রতিদিন প্রায় দেড় হাজার কোটি ডিমের চাহিদা রয়েছে। যার বেশিরভাগটাই রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি খামারের মাধ্যমে মিটলেও কিছু ডিম অন্ধ্রপ্রদেশ থেকে আসছে। বার্ড ফ্লু রোধে সমস্তরকমের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ু, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক থাকলেও রাজ্যে এ-ব্যাপারে কোনওরকম আতঙ্কের কারণ নেই। সমস্ত দিকেই সতর্ক দৃষ্টি রাখছে রাজ্য স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিকাশ দফতর।

আরও পড়ুন- পাঁচ দিনে ২০০ গলব্লাডার অপারেশন, রেকর্ড পিজির

এদিন ডিম ও মুরগির মাংসের পাইকারি বাজারগুলিতে বিক্রেতারা জানিয়েছেন, বাজারে ডিম ও মাংসের জোগান ঠিকঠাকই আছে। বার্ড ফ্লুর লক্ষণ দেখা না দেওয়ায় ডিম বা মুরগির মাংসের দামেরও বিশেষ কিছু পার্থক্য ঘটেনি। এদিনও খুচরো বাজারে ৬টাকা প্রতিটি দরে ডিম বিক্রি হয়েছে। পাইকারি বাজারে ১০-২০ পয়সার তারতম্য ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে এদিন পাইকারি ডিম ৪টাকা ৯৫ দরে ট্রে (৩০টি) বিক্রি হয়েছে।

Latest article