৫০ দিনের কাজের গ্যারান্টি কর্মশ্রী প্রকল্প আনছে রাজ্য

Must read

কেন্দ্রের সরকার একশো দিনের কাজের শ্রমিকদের উপর বুলডোজার চালিয়ে দিয়েছে। বকেয়া টাকা দেয়নি, কাজের অধিকারও কেড়ে নিয়েছে। তাই কেন্দ্রের উপর নির্ভর না করে বঞ্চনার জবাবে নতুন প্রকল্প ‘কর্মশ্রী’চালু করল রাজ্য সরকার। একশো দিনের পাল্টা এবার ৫০ দিনের কাজের গ্যারান্টি দিল মা-মাটি-মানুষের সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে নতুন কর্মশ্রী প্রকল্প ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় তিনি জানান, এই প্রকল্পে বছরে ৫০ দিনে কাজ দেওয়া হবে। গত দু’বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দফতরের সহায়তায় ৮২৯৭ কোটি টাকা ব্যয়ে ৩৯ কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। এবার সুসংহত প্রকল্প চালু করে একশো দিনের কাজের শ্রমিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য। এই প্রকল্পে ৫০ দিনের কাজ নিশ্চিত। আগামী মে মাস থেকেই শুরু হবে কর্মশ্রী প্রকল্পের কাজ।

আরও পড়ুন- একশো দিনের কাজ বকেয়া মেটাতে বরাদ্দ ৩৭০০ কোটি

Latest article