অসংগঠিত শ্রমিকদের পাশে রাজ্য

১০৯ নম্বর ওয়ার্ডে সামাজিক সুরক্ষা যোজনা কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিক কল্যাণে রাজ্যের ভূমিকা ব্যাখ্যা করেন মন্ত্রী

Must read

প্রতিবেদন : অসংগঠিত শ্রমিকদের পাশে বিপদে-আপদে ছিল, আছে এবং থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শ্রমিকদের স্বার্থের প্রশ্নে কখনওই কোনও আপস নয়। দ্বিধাহীন ভাষায় একথা জানিয়ে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে সামাজিক সুরক্ষা যোজনা কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিক কল্যাণে রাজ্যের ভূমিকা ব্যাখ্যা করেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানের আয়োজক ছিলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মেয়র পারিষদ দেবব্রত মজুমদার, বিধায়ক এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ মণীশ গুপ্ত। ছিলেন টালিগঞ্জ এলাকার কাউন্সিলররাও। রাজ্য সরকারের শ্রম দফতরের এই সামাজিক সুরক্ষা প্রকল্পে এদিন মোট ১১৬৩ জন শ্রমিকের হাতে কার্ড তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। দুর্ঘটনায় মৃত এক অসংগঠিত শ্রমিকের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২ লক্ষ টাকা। এছাড়াও স্বাভাবিকভাবে মৃত আরও ৩ শ্রমিকের নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয় ৫০,০০০ টাকা করে। লক্ষণীয়, সুসংহত সামাজিক সহায়তা প্রকল্পে বিনামূল্যে এই সামাজিক সুরক্ষা যোজনায় এলাকার অসংগঠিত শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

Latest article