প্রতিবেদন : সিবিআই নয়, হাইকোর্টের আস্থা রাজ্য পুলিশেই। মনোনয়নপত্র বিকৃতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জানিয়ে দিল, এই মামলার তদন্ত করবে রাজ্য পুলিশই। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দের নজরদারিতে। গঠন করা হয় এক সদস্যের কমিশন।
আরও পড়ুন-রাজ্যপালকে কালো পতাকা
উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বহিরা এবং ধূলিসামলি পঞ্চায়েতে মনোনয়নপত্র বিকৃতির অভিযোগ এনেছিলেন প্রার্থী হতে ইচ্ছুক ২ মহিলা। তাঁদের বক্তব্য ছিল এর ফলেই স্ক্রুটিনিতে বাদ পড়েছিল তাঁদের নাম। কিন্তু বিডিও সেই অভিযোগ নিতে অস্বীকার করেন। এই অভিযোগ নিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হলে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সোমবার খারিজ করে দেয় উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ।