রাজ্যপালকে কালো পতাকা

রাজ্যপালের এইসব আচরণে তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এর প্রতিবাদে তারা রাজ্যপালকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : এক্তিয়ারের বাইরে যাচ্ছেন রাজ্যপাল। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ও মতামত না নিয়ে একতরফা উপাচার্য নিয়োগ করছেন। যা নিয়ে তীব্র অশান্তি তৈরি হচ্ছে শিক্ষাক্ষেত্রে। পঠন-পাঠনও ঠিকঠাক হচ্ছে না। এরই প্রতিবাদ করেছে তৃণমূল ছাত্রপরিষদ। সোমবার দার্জিলিঙ সফরে গিয়ে তিনি আচমকা ঢুকে পড়েন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। তখন বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলছিল। রীতি ভেঙে তিনি ওই বৈঠকের মধ্যেই ঢুকে পড়েন।

আরও পড়ুন-একদিনের নোটিশেই এবার রেজিস্ট্রি বিবাহ

রাজ্যপালের এইসব আচরণে তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এর প্রতিবাদে তারা রাজ্যপালকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। সোমবার রাজ্যপাল এ ভি আনন্দ বোস কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন। সেখান থেকে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে উপাচার্যের ঘরে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয়। প্রায় এক ঘন্টা বৈঠকের পরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বেরনোর সময় তৃণমূল ছাত্রপরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় রাজ্যপালকে।

আরও পড়ুন-লেক টাউনে দুর্ঘটনায় মৃত এক পরিবারের তিন সদস্য

রাজ্যপালকে কালো পতাকা ও বিক্ষোভ দেখানোর কারণ জানিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তনয় তালুকদার বলেন, গোটা রাজ্য জুড়ে শিক্ষার পরিবেশ নষ্টকারী এই রাজ্যপাল। তিনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে চাইছেন। এরই প্রতিবাদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র-ছাত্রীরা আজকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। আমরা চাই আচার্য হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে এটা আমাদের অন্যতম দাবি।

Latest article