বিপজ্জনক বাড়ি চিহ্নিত করতে রাজ্যের সমীক্ষা

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতার ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জন্য বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করতে রাজ্য সরকার যৌথ সমীক্ষা শুরু করেছে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতার ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জন্য বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করতে রাজ্য সরকার যৌথ সমীক্ষা শুরু করেছে। শুক্রবার বিধানসভায় দমকল দফতরের একটি বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মন্ত্রী সুজিত বসু একথা জানিয়েছেন। তিনি বলেন, কলকাতার বেশ কিছু ঘিঞ্জি এলাকায় একাধিক বাড়িতে বিপজ্জনক দাহ্য পদার্থ রয়েছে। এইসব বাড়িতে আগুন লাগলে দমকল কর্মীরা আগুন নেভাতে সমস্যায় পড়ছেন। এরকম ১৪৬৪টি বাড়িকে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন-শিশুধর্ষণ-খুনে মৃত্যুদণ্ড

কলকাতা পুলিশ, দমকল, পরিবেশ, বিদ্যুৎ দফতর, সিইএসসি যৌথ টাস্কফোর্স গড়ে ইতিমধ্যেই ৫৬৮টি বাড়িতে অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে। বাড়ির মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। চিহ্নিত সমস্ত বাড়িতে অভিযানের পর আলোচনা করে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত মার্চ মাসে ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ফায়ার অডিটের নির্দেশ দেন। মন্ত্রী এদিন জানান, বুধবার পূর্বস্থলীতে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে মানিকতলা ফায়ার স্টেশনের উদ্বোধন করবেন তিনি।

Latest article