প্রতিবেদন : ন্যাজাট থানাকে (Nazat POLICE STATION) বাদ দিয়ে কীভাবে সন্দেশখালির ঘটনার যথাযথ তদন্ত সম্ভব? এই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। রাজ্যের যুক্তি, স্থানীয় থানাকে বাদ দিয়ে এই তদন্ত অর্থহীন। তদন্তের কাজে অবশ্যই যুক্ত করা দরকার ন্যাজাট থানাকে (Nazat POLICE STATION)। তাই হাইকোর্টের একক বেঞ্চ ‘সিট’-এ ন্যাজাট থানার কোনও অফিসারকে না রাখার যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। এদিকে বুধবার ইডির সন্দেশখালি অভিযানের নিটফল সর্বসাকুল্যে আড়াই হাজার টাকা উদ্ধার। লোকলস্কর নিয়ে, রীতিমতো ঢাক পিটিয়ে বুধবার সকালে সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে শাহজাহান শেখের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা। কিন্তু ফলাফল, অশ্বডিম্ব। শাহজাহানের হদিশ তো মেলেইনি, পাওয়া যায়নি তেমন নথিপত্র। এদিকে সন্দেশখালি নিয়ে গেরুয়া নেতা দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স-হ্যান্ডেলে তিনি লিখেছেন, আপনার যদি সাহস থাকে তা হলে অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতিতে অভিযুক্ত ইডি অফিসার রাজকুমার রাম সম্পর্কে কীভাবে সত্য প্রকাশ করবেন? এক্স-হ্যান্ডেলে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করেছেন, বাংলার প্রশাসনকে ভরসা করতে শিখুন কেন্দ্রীয় সংস্থারা। প্রকৃত অর্থেই শূন্যহাতে, নিরাশমুখেই এদিন ফিরতে হল ইডিকে। ভোর হতে না হতেই প্রস্তুত বিশাল কনভয়। ৫ জানুয়ারি অভিযান চালাতে গিয়ে যেভাবে গণপ্রতিরোধ গড়ে উঠেছিল, তার থেকে শিক্ষা নিয়ে বুধবার আর কোনও ঝুঁকি নিতে চায়নি ইডি। সবমিলিয়ে প্রায় ২৫/৩০টি গাড়ির কনভয়ে অন্তত ১২৫ জন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান। প্রত্যেকেই সুসজ্জিত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কাঁদানে গ্যাস, ঢাল, লাঠিতে। সকাল ৮টা নাগাদ কনভয় পৌঁছে যায় সরবেড়িয়ায়। তবে এবারে আর ১৯ দিন আগের ভুলটা করেনি কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। আগেভাগেই রাজ্য পুলিশকে তারা খবর দিয়ে রেখেছিল। ফলে আগাগোড়া সহযোগিতাও করেছে রাজ্য পুলিশ। কিন্তু রাজ্য পুলিশকে পাশে নিয়ে বুকে সাহস সঞ্চয় করে আকুঞ্জপাড়ায় শাহজাহানের ৪টি বাড়িতে ঘুরেও তাঁর খোঁজ পায়নি ইডি। তালা লাগানো ছিল ৩টি বাড়িতেই। শেষে একটি বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে ইডি। কিন্তু ২৫০০ টাকা এবং কিছু কাগজপত্র ছাড়া কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। নিরাশ ইডি আধিকারিকরা শেষপর্যন্ত বাড়ি সিল করে দিয়ে ২৯ জানুয়ারি শাহজাহানকে হাজির হওয়ার নোটিশ লাগিয়ে দিয়ে ফিরে আসেন। এদিকে এদিন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ট্যুইট-বার্তায় লিখেছেন, আমরা প্রথমদিন থেকে বলে আসছি, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন। আজ দেখুন, রাজ্য পুলিশের সহযোগিতায় কী মসৃণভাবে সবটা এগচ্ছে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে মুর্শিদাবাদে দেওয়াল লিখন শুরু তৃণমূলের