প্রতিবেদন : সারা রাজ্যে ৫জি টেলিকম পরিষেবা চালু করার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে বলে তথ্যপ্রযুক্তি দফতর জানিয়েছে। কেন্দ্রের সংশোধিত নীতির সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যে ৫জি পরিষেবার পরিকাঠামো তৈরির সহায়ক পরিবেশ গড়ার খসড়া নীতি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা চূড়ান্ত হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের সর্বত্র কীভাবে দ্রুত ৫জি পরিষেবা চালু করা যায় সম্প্রতি তা নিয়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের তরফে বিশেষজ্ঞদের সঙ্গে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
আরও পড়ুন-বাঁশবেড়িয়ায় প্রস্তুতি তুঙ্গে
সেখানে রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব রাজীব কুমার জানান, ৫জি পরিষেবা প্রদানের ক্ষেত্রে টাওয়ার বেশি সংখ্যায় বসাতে হবে। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে আর মোবাইল টাওয়ার বসানোয় জেলাশাসক এবং পুরসভা কেন্দ্রীয়ভাবে অনুমতি দিলেই টাওয়ার বসানো যাবে। স্থানীয় কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, সাংসদ বা বিধায়ক কারওর কাছ থেকেই আর কোনও অনুমতি নিতে হবে না। তবে কোনও বেসরকারি সম্পত্তির ওপর টাওয়ার বসাতে সংশ্লিষ্ট জমির মালিকের অনুমতি থাকা আবশ্যিক। এরপর অনলাইনে আবেদন করলেই তা মঞ্জুর হবে। বেসরকারি জমিতে টাওয়ার বসানোর জন্য সরকারকে শুল্ক দিতে হবে না। মোবাইল পরিষেবার জন্য সরকারি পোল ব্যবহার করলে বছরে ১০০ টাকা ও পোল বসালে বছরে ফি দিতে হবে ১০০০ টাকা।