সংবাদদাতা, হাওড়া : তীব্র দাবদাহে সানস্ট্রোকে (Heatstroke) আক্রান্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্য ভবন সব হাসপাতালকে প্রস্তুতি নিতে বলেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। এর জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। তবে স্বাস্থ্য ভবন বলেছে, গরমের হাত থেকে রক্ষা পেতে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা পালন করতে। রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। সুতির জামাকাপড়, হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওআরএস খাওয়ারও কথা বলেছে স্বাস্থ্য ভবন। কলকাতার পাশাপাশি হাওড়ার সব সরকারি হাসপাতালগুলিকে তৈরি থাকতে নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দফতর। সেইসঙ্গে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে এই ব্যাপারে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরুর জন্য সমস্ত পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে। হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ও সমস্ত স্টেট জেনারেল হাসপাতালের ইর্মাজেন্সিতে সানস্ট্রোকের চিকিৎসার জন্য একজন চিকিৎসককে সবসময়ের জন্য রাখা হচ্ছে। সেইসঙ্গে পর্যাপ্ত ওআরএস ও প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা ব্যবস্থা তৈরি রাখা হচ্ছে। মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে। সকাল ১১টার পর খুব প্রয়োজন ছাড়া বয়স্কদের বাড়ির বাইরে বেরোতে বারণ করা হচ্ছে। প্রত্যেককে পর্যাপ্ত জল ও প্রয়োজনে ওআরএস খেতে বলা হচ্ছে। হাওড়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পুলিশ ও প্রশাসনের তরফে অ্যাম্বুল্যান্স রাখা হচ্ছে, সানস্ট্রোকে (Heatstroke) কেউ আক্রান্ত হলে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাইচন্দ্র মণ্ডল জানান, সানস্ট্রোকে দ্রুত চিকিৎসা শুরুর পরিকাঠামো তৈরি রাখার জন্য হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।