এবার আটহাজারি অন্নপূর্ণা শিখরে বাংলার পিয়ালি

Must read

সংবাদদাতা, হুগলি : এর আগেও একটি একটি করে আট হাজারি শৃঙ্গজয়ে কৃতিত্ব দেখিয়ে গোটা ভারত তথা বিশ্বের নজর কাড়েন বাংলার পিয়ালি বসাক (Piyali basak)। ২০১৮-য় পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু এবং ২০২১-এ পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন তিনি। ২০১৯ সালে এভারেস্ট জয়ের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে। যদিও সেই আক্ষেপ মেটে ২০২২-এর ২২ মে। অক্সিজেন ছাড়াই সেদিন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন পিয়ালি (Piyali basak)। তার ঠিক দুদিন পরই জয় করেন পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে। ফের আরেকটি আট হাজারি শৃঙ্গ অন্নপূর্ণা জয় করলেন সোমবার। ৯ মার্চ অন্নপূর্ণাজয়ের উদ্দেশ্যে চন্দননগরের বাড়ি থেকে নেপালের বেস ক্যাম্পের পথে রওনা দেন পিয়ালি। দুটি শৃঙ্গজয়ে তাঁর সময় লাগতে পারে দু’মাস এবং খরচ হবে প্রায় ৩১ লক্ষ টাকা বলে সেদিনই জানান বোন তমালি বসাক। সোমবার তমালি বলেন, ‘আজ সকালে নেপালের এজেন্সির থেকে খবর পেয়েছি দিদি অক্সিজেন নিয়ে সকালেই অন্নপূর্ণার শিখরে উঠেছে। চেষ্টা করলেও বিনা অক্সিজেনে ওঠা সম্ভব হয়নি খারাপ আবহাওয়ার জন্য।’

আরও পড়ুন- সমুদ্রে দু’মাস টানা মাছ ধরা নিষিদ্ধ করল মৎস্য দফতর

Latest article