সমুদ্রে দু’মাস টানা মাছ ধরা নিষিদ্ধ করল মৎস্য দফতর

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার: শুরু হল রাজ্য জুড়ে সামুদ্রিক মাছ ধরার ওপর দুমাসের নিষেধ। যার ফলে সমুদ্রে মাছ ধরার (fishing) উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়কালের মধ্যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না। সমুদ্রতট থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার উপর সমস্ত রকম নিষেধাজ্ঞা জারি থাকছে। মূলত ইলিশ-সহ মাছের প্রজনন এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই ফিশিং (fishing) ব্যান পিরিয়ড জারি করা হয়। এই সময়ের মধ্যে মাছেরা নিশ্চিন্তে সমুদ্রে বিচরণ করতে পারে। গতবছর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সমুদ্রে গিয়েছিল ৭টি ট্রলার। এই খবর জানার পর দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। এবছর সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আগে থেকেই সমস্ত মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এই সময়কালের মধ্যে মৎস্যজীবীরা তাদের জাল সারিয়ে তুলবেন। ট্রলারে কোনও অসুবিধা রয়েছে কিনা সেটিও দেখা হবে। নতুন জাল বোনা থেকে শুরু করে মাছ ধরার সরঞ্জাম পরীক্ষা করার কাজ চলবে। আগামী ৬১ দিন তারা কোনওরকমভাবে মাছ ধরতে যেতে পারবেন না। এর ফলে কিছুটা হলেও চিন্তিত মৎস্যজীবীরা। তারা এই দু’মাস অন্য পেশায় নিজেদের নিয়োজিত করবেন। এ নিয়ে সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার জানিয়েছেন এই ফিশিং ব্যান পিরিয়ড থাকলে মাছের উৎপাদন বাড়ে। নিষেধাজ্ঞা যাতে অমান্য করে কেউ যাতে সমুদ্রে না যায় সেদিকটি লক্ষ্য রাখা হচ্ছে। এমন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-যোগীরাজ্যে এনকাউন্টার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Latest article