পুরনো ভাড়ায় বাস চালিয়ে পুজোয় রেকর্ড ব্যবসা রাজ্যের

Must read

প্রতিবেদন : উৎসবের মরশুমে পুরনো ভাড়াতে বাস-লঞ্চ চালিয়ে ২ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যবসা করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। পরিবহন সূত্রে খবর, এটা সর্বকালীন রেকর্ড (Bus Fare- Record Income)। এবার কলকাতার দুর্গোপুজোকে ইউনেস্কো ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ স্বীকৃতি দিয়েছে। দু’বছর পর এবার দুর্গোৎসব নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। এই পরিস্থিতিতে পুরনো ভাড়ায় বাস-লঞ্চ চালিয়ে বাজিমাত করে রাজ্য পরিবহণ নিগম। পরিবহন দফতরের খবর, পুজোর দিনে পথে নামে ৭৭৭টি বাস। রাত ৯টা থেকে ভোর ৬টা শহরের গুরুত্বপূর্ণ ১১টি রুটে ৩০টি বাস চলে। টিকিট বিক্রি হয় ১ লক্ষ ৩৬ হাজার। যার থেকে ব্যবসা হয় ২ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার টাকারও বেশি। এই সঙ্গে নিয়মিত লঞ্চ পরিষেবার পাশাপাশি কলকাতা ও শহরতলি এবং কামারপুকুরকে ঘিরে পুজো পরিক্রমার পাঁচটি প্যাকেজ চালু ছিল। তা থেকে ১৪ লক্ষ ৪৭ হাজার টাকার ব্যবসা হয়। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এই উদাহরণ সামনে রেখে আগামী দিনে আরও বেশি করে সরকারি বাস পথে নামানোর চেষ্টা হবে। সরকারি নীতি মেনে ভাড়া (Bus Fare- Record Income) না বাড়িয়েও এটা সম্ভব হয়েছে বলে মত পরিবহন নিগমের।

আরও পড়ুন-রেড রোডে সৃষ্টি হল নতুন ইতিহাস

Latest article