সংবাদদাতা, হাওড়া : কেন্দ্রের অধীনে থাকা বন্দর কর্তৃপক্ষ গঙ্গার ড্রেজিং না করায় শ্যামপুরের বেলাড়ি অঞ্চলের বাসুদেবপুরে প্রায় ১০০ মিটার নদী তীরবর্তী রাস্তা ধসে গেল। বুধবার ওই এলাকা পরিদর্শন গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তিনি বলেন, ‘‘কেন্দ্রের অধীনে থাকা বন্দর কর্তৃপক্ষকে বহুবার গঙ্গার ড্রেজিং করানোর জন্য আবেদন করা হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। ফলে বড় বড় জাহাজ একেবারে পাড় দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন-আসানসোলের পাশে আছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই দেখা করবেন শত্রুঘ্ন
এর ফলে জলের চাপে গঙ্গার পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্য সরকারের সেচ দফতর এই পাড় বাঁধিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার গঙ্গার ড্রেজিং না করানোয় জলের চাপে পাড় ভাঙছে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করেছি।’’ সেচ দফতরের পদস্থ ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ করাচ্ছেন। পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় এই ব্যাপারে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের সঙ্গে কথা বলেছেন। বর্ষার আগেই পুরো মেরামতির কাজ শেষ করা হবে। তবে কেন্দ্রের বন্দর কর্তৃপক্ষ গঙ্গার ড্রেজিং না করালে ফের এইরকম পাড় ভাঙার আশঙ্কা থেকে যাবে বলে মনে করা হচ্ছে।