আসানসোলের পাশে আছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে শীঘ্রই দেখা করবেন শত্রুঘ্ন

এখানে থেকেই তিনি আসানসোলের জন্য কাজ করবেন।

Must read

সংবাদদাতা, আসানসোল : এখানে থেকেই তিনি আসানসোলের জন্য কাজ করবেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের অধীন বার্নপুরে আয়োজিত এক দলীয় সভা থেকে এ কথা ঘোষণা করলেন আসানসোল লোকসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, তাঁর এই অভূতপূর্ব জয়ের পুরো সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আসানসোলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে তাঁর উপর আস্থা, ভরসা ও বিশ্বাস রেখেছেন বলেই তিনি রেকর্ড মার্জিনে জয়ী হতে পেরেছেন।

আরও পড়ুন-সেই আনসার বিজেপিই

শত্রুঘ্ন বলেন, কয়েকদিনের মধ্যেই তিনি মমতাদিদির সঙ্গে দেখা করতে কলকাতা যাবেন। তারপর সেখান থেকে দিল্লি ও মুম্বই যাবেন। মুম্বই থেকে তিনি সরাসরি আবার আসানসোলে ফিরে আসবেন বলে জানান। বলিউডের এই প্রাক্তন নায়ক বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নাম না করেই বলেন, শুনেছি এই এলাকার কোনও কোনও বিজেপি সাংসদ ভোটে জেতার পর আর তাঁর নিজের লোকসভা কেন্দ্রের দিকে ভুলেও পা দেন না। এলাকায় না গেলে সেখানকার মানুষের সমস্যা সম্পর্কে কীভাবে জানা যাবে? কীভাবেই বা সেইসব সমস্যার সমাধানের জন্য সংসদে প্রশ্ন তুলবেন?

আরও পড়ুন-সর্বাধিপত্যবাদের গ্রাসে আমাদের দেশ!

শত্রুঘ্ন বলেন, অতীতে যখনই তিনি সাংসদ কিংবা মন্ত্রী হয়েছেন, চেষ্টা করেছেন সেই এলাকার মানুষজনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে প্রত্যয়ের সঙ্গেই দাবি করেন সাংসদ। তিনি বলেন, আসানসোলের তৃণমূল নেতৃত্বের সঙ্গে, বিশেষ করে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে পরামর্শ করেই তিনি সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। তাছাড়া সবার উপরে মমতাদিদি তো রয়েছেনই। শত্রুঘ্ন বলেন, মমতাদিদি যেমন নির্দেশ দেবেন সেই মতো সংসদে তিনি তা নিয়ে সরব হবেন।

Latest article