প্রতিবেদন : মণিপুরের (Manipur- Supreme court) সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের সঙ্কটকে একটি মানবিক সমস্যা হিসাবে উল্লেখ করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত এদিন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্র এবং মণিপুর সরকারকে ১০ দিনের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলেছে। ১৭ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।
বিধ্বস্ত এই রাজ্যে সরকারকে অবিলম্বে খাদ্য ও ওষুধের মতো মৌলিক সুযোগ-সুবিধা সরবরাহ করতে এবং ত্রাণ শিবিরে প্রয়োজনীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমা এবং জে বি পারদিওয়ালার বেঞ্চে মণিপুর (Manipur- Supreme court) পরিস্থিতির নিয়ে কয়েকটি আবেদনের একসঙ্গে শুনানি শুরু হয়। এদিনের শুনানিতে আদালত বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসন এবং ধর্মীয় উপাসনালয়ের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার বিষয়ে বিশেষ জোর দেয়।
গত কয়েকদিনের হিংসার ঘটনায় এখনও থমথমে মণিপুর। মানুষের চোখে-মুখে রয়েছে তীব্র আতঙ্ক। যেভাবে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এক আয়কর আধিকারিক ও সিআরপিএফ-এর কমান্ডোকে খুন করা হয়েছে তাতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যে। ভয় ও আতঙ্কে বেশিরভাগ মানুষই ঘরবন্দি। দলে দলে মানুষ মণিপুর ছাড়তে শুরু করেছেন।
আরও পড়ুন: দেশের মাটিতে তাঁর শিকড় কিন্তু সৃষ্টির উড়ান বিশ্ব জুড়ে