বন্যা ও ভূমিধসে কঙ্গোয় মৃত ২১৩

Must read

প্রতিবেদন : বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত হয়ে পড়ছে আফ্রিকার ছোট্ট দেশ কঙ্গো (Congo)। বন্যা ও ভূমিধসে কঙ্গোয় ইতিমধ্যেই ২১৩ জন মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ মানুষের অনেকেরই মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাই মৃতের সংখ্যা নিশ্চিতভাবে আরও বাড়বে। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার কঙ্গোয় জাতীয় শোকদিবস পালন করা হয়। কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। কঙ্গোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। ইতিমধ্যেই দুর্যোগ-বিধ্বস্ত এলাকাগুলিতে (Congo) রাষ্ট্রসংঘের তরফে ত্রাণ পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। কঙ্গো সরকারের তরফে জানানো হয়েছে, দক্ষিণ কিভুর সীমান্তবর্তী রাওয়ান্ডা এলাকাতেই বন্যা ও ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ১৩০ জনের।

আরও পড়ুন: ১০ দিনের মধ্যে দিতে হবে স্ট্যাটাস রিপোর্ট, মণিপুর নিয়ে সুপ্রিম কোর্ট

Latest article